মোটিভেশনাল উক্তি। ঝুঁকি (Risks)

হাসলে মনে হবে বোকা বানাবার ঝুঁকি নিচ্ছে 

কাঁদলে মনে হবে দয়ালু।

কারো সঙ্গে মেলামেশা করলে জড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।

নিজের মনোভাব প্রকাশ করলেও নিজের প্রকৃত চরিত্র প্রকাশ এর ঝুঁকি থেকে যায়।

 নিজের স্বপ্ন নিজের চিন্তা যদি সবাইকে জানানো যায় তাহলে ঝুঁকি থেকে যায়, 

সেগুলো কেউ আত্মসাৎ করবে।

 তুমি ভালবাসলে ঝুঁকি থেকে যায় প্রতিদানে ভালোবাসা পাবে কিনা। 

জীবনটা মৃত্যুর ঝুঁকি জন্য আসা থাকলে ঝুঁকি থাকবে আসার চেষ্টা করতে গেলে  ব্যর্থতার ঝুঁকি থাকবেই। 

 কিন্তু ঝুঁকি তো নিতেই হবে জীবন সবচেয়ে বড় বিপদ হলো ঝুঁকি না নেওয়া। 

 যার ঝুঁকি নেওয়ার ইচ্ছা নাই  তার কিছু নেই এবং তার অস্তিত্ব নেই।

 তার হয়তো দুঃখ এবং যন্ত্রণাকে এড়িয়ে যেতে পারে কিন্তু তারা কিছু শিখবে না অনুভব করবে না পরিবর্তন করবে না উন্নয়ন করবে না ভালোবাসবে না এবং শেষ পর্যন্ত বাচবে না।

 এই নেতিবাচক মনোভাব তাদের শিকলে বেধে রাখে, তারা ধীরে ধীরে ক্রীতদাস  হয়ে যায়। 

তারা স্বাধীনতা হারায়। 

যারা ঝুঁকি নিতে পারে কেবল মাত্র তারাই মুক্ত তারাই স্বাধীন।

 


Post a Comment

0 Comments