শেষ কোথায়?(লোভের পরিনাম)


 এক ধনী ও কৃষকের গল্প

 একবার এক ধনী গরীব কৃষক কে এই প্রস্তাব দিল যে সে একদিন যতদূর পর্যন্ত হেঁটে সূর্যাস্তের আগে শুরুর জায়গায় ফিরে আসতে পারবে ততটা জমি তাকে দিয়ে দেয়া হবে। 

পরদিন খুব ভোরে কি গরীব কৃষক খুব দূরত্ব হাঁটতে শুরু করল কারণ যতটা দূরত্ব হাটতে পারবে ততটা জমি তার।গরীব কৃষক ক্লান্তি সমস্ত দুপুর হাটতে লাগল কারণ অনেক জমি পাবার এই সুযোগ হারাতে চাচ্ছিল না সে।

একবারে শেষ বেলায় এসে সে খেয়াল করল জমি পাবার জন্য তাকে যাত্রা শুরুর জায়গায় সূর্যাস্তের আগে ফিরে আসতে হবে।

 কিন্তু তার লোভ তাকে অনেক দূর পর্যন্ত তারা করে নিয়ে গেছিল। 

ফেরবার পথে সূর্যের দিকে চোখ রেখে সে শেষ পর্যন্ত দৌড়াতে শুরু করলো ক্লান্ত হয়ে হাঁপিয়ে উঠেছিল কিন্তু তবুও সে নিজেকে তারণা করে নিয়ে গেল জমির লোভে শেষ পর্যন্ত যখন সে শুরুর জায়গায় পৌঁছাল তখন তার দেহ সহ্য শেষ  সীমায় এসে পৌঁছেছে এবং সূর্যঅস্তাচলমুখী।শুরুর স্থানে সে এসে পৌছালো সে ক্লান্তি হয়ে লুটিয়ে পড়ল এবং অল্পক্ষণের মধ্যেই মারা গেল অনেকটা জমির সে পেয়েছিল বটে কিন্তু কবরের জন্য জায়গাটুকু ছাড়া বাকি জমি তার কাজে লাগল না এই গল্পে অনেক সত্য আছে এবং আছে শিক্ষণীয় বিষয় যে কোন লোভের শেষ পরিণাম এমনই হয়।

Post a Comment

0 Comments