ডেবিট ও গোলিয়াথের দৈত্য গল্প অনেকেরই জানা আছে।
গলিয়াথ নামের দৈত্যটি গ্রামের ছেলে মেয়েদের ভয় দেখিয়ে রাখত।
একদিন ডেবিট নামের একটি ১৭ বছরের রাখাল ছেলে গ্রামে তাঁর ভাইদের কাছে বেড়াতে এসে ওদের জিজ্ঞাসা করল , তোমরা দৈত্যটা সঙ্গে লড়াই করো না কেন?
ভাইয়েরা ভয়ে ভয়ে বলল দেখছো নাকি বিরাট চেহারা ওকে আঘাত করা মুশকিল।
ডেবিট বলল তা হবে কেন বিরাট চেহারা বলে আঘাত করার সহজ আঘাত করলে তার লাগবেই তারপরে কাহিনী সবার জানা ডেবিট গুলতির সাহায্য দৈত্যটি কে হত্যা করে গ্রামের ছেলেমেয়েদের সন্ত্রাস মুক্ত করেছিল।
একই দৈত্য সম্পর্কে দুই ধরনের দৃষ্টিভঙ্গি সাহসীদের একরকম ভীতুদের অন্যরকম।
জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটি বিষয় কাজ করে একটি ভীতি আরেকটি সাহসিকতা।
জীবনে সফলতা পেতে হলে ভয় কে জয় করে সামনের পথে এগিয়ে যেতে হবে।
0 Comments