বাংলার বিখ্যাত সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি এ বিজয় সিংহ দীঘি । এ দীঘি ফেনী শহরের প্রায় ২ কিঃমিঃ পশ্চিমে বিজয় সিংহ গ্রামে ফেনী সার্কিট হাউজের সামনে অবস্থিত। এ দীঘির আয়তন ৩৭.৫৭ একর। অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এ দিঘীর চৌপাড় খুব উঁচু ও বৃক্ষ শোভিত । ১৯৯৫ সালে ফেনীর প্রাক্তন জেলা প্রশাসক জনাব এ,এইচ,এম নূরুল ইসলাম প্রচুর বৃক্ষ চারা রোপন করে বর্তমান এ পরিবেশের সৃষ্টি করেন । ফেনীর ঐতিহ্যবাহী দিঘীর মধ্যে বিজয় সিংহ দীঘি অন্যতম ।
এ দিঘী দেখার জন্য জেলার এবং দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত দর্শনার্থীরা আসে ।
ফেনীতে প্রথম যখন যায় তখন এই স্থানটা পরিদর্শন করতে গিয়েছিলাম। আজ আমি আমার সেই ভ্রমণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি।আমি রাসেল জন্মস্থান ফরিদপুর। ফরিদপুর ফেনীতে আগে কখনো আসা হয়নি আমার ভাই ফেনীতে জব করে সে সুবাদে এখানে আসা আমি ঢাকা থেকে ট্রেনে ফেনীতে আসি ট্রেন ভ্রমণ টা ও ছিল প্রথম যাই হোক ফেনীতে এসে পৌছায় দুপুরে ভাইয়াকে এসে বলি ফেনীতে দেখার কি কি রয়েছে ভাইয়া বললেন ফেনীতে বিজয় সিংহের দীঘি আছে। যেটি খনন করেন বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সিংহ তাই তার নামানুসারে এই দীঘির নামকরণ করা হয় বিজয় সিংহ দীঘ।তো খুব কোতুহলী হয়ে বিশ্রামের কথা চিন্তা না করে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পরলাম বিজয় সিংহ দীঘি দেখার উদ্দেশ্যে। যখন ওখানে পৌছালাম তখন সন্ধ্যা। তবে স্থানটি দেখে এতোটা মুগ্ধ হোলাম ক্লান্ত দূর হয়ে গেল।হয়তো অনেকেই ভাবতে পারেন দীঘি দেখার কি আছে সত্যি বলতে এতো বড় দীঘি আমি আর কখনো দেখি নাই। আর এটা ইতিহাস জড়িত একটি দীঘি যেটা রাজা বিজয় সেন খনন করেছিলেন।আর বিজয় সেন বাংলার সেন বংশ প্রতিষ্ঠিত করেছিলেন।আমার দেখা সব থেকে সুন্দর দীঘির মধ্যে এই দীঘিটি থাকবে।
0 Comments