৪.কঠোর পরিশ্রমঃ আকস্মিকভাবে বা দৈবক্রমে কোনো সাফল্য পাওয়া যায় না এ জন্য প্রস্তুতিও চরিত্রগত দরকার প্রত্যেকেই বিজয়ী হতে চায় কিন্তু কতজন প্রস্তুতির জন্য সময় দিতে ও পরিশ্রম করতে ইচ্ছুক এই প্রস্তুতির জন্য শৃঙ্খলা বোধ ও আত্মত্যাগ প্রয়োজন।
কঠিন পরিশ্রমের কোন বিকল্প নেই হেনরি ফোর্ড বলেছিলেন যত বেশি পরিশ্রম করবে তত বেশি ভাগ্যবান হবে পৃথিবীর অনেক কিছু কর্মী আছে যাদের মধ্যে কিছু কাজ করতে ইচ্ছুক আর অন্যেরা চায় তাদের দিয়ে কাজ করিয়ে নিন আমি অর্ধেক দিন কাজ করতে চাই তা সে প্রথম ১২ঘন্টায় হোক বা দ্বিতীয় ১২ঘন্টায় হোক।
অভিধান এর উপর বসে থাকলে যেমন বানান শেখা যায় না তেমনি কঠোর পরিশ্রম ছাড়া কেউ তেমন কিছু করতে করার ক্ষমতা রাখেনা পেশাদার ব্যক্তিরা তাদের কার্যক্রমের মূল বিষয়গুলো আয়ত্ত করেছে বলে তারা কাজটি সহজে আয়ত্ত করতে পারে।
এই প্রসঙ্গে মাইকেল এঞ্জেলো বলেছেন লোকে যদি জানতো আমার কাজের দক্ষতা অর্জনের জন্য আমাকে কি করা করেছেন করতে হয়েছে তাহলে আমার কাজ এত বিস্ময়কর মনে হতো না।
কোন কোন কোম্পানির এ কর্মকর্তা একজন প্রার্থীর সম্পর্কে খোঁজখবর করছিলেন তিনি প্রার্থী রুদ্ধ কর্মকর্তাকে জিজ্ঞাসা করলেন কতদিন ওই ব্যক্তি আপনার কাছে কাজ করছে সেই ভদ্রলোক জবাব দিলেন তিনদিন ধরে কর্মকর্তা বলেন কিন্তু ব্যক্তি বলল যে আপনার কাছে তিন বছর কাজ করছে ভদ্রলোক বললেন ঠিক কথা কিন্তু সে প্রকৃত পক্ষে কাজ করেছে মাত্র তিন দিন।
একজন গড়পরতা লোক তার কাজের 25 শতাংশ ব্যয় করেন যারা শতকরা 50 ভাগের বেশি ক্ষমতা উৎসাহ ব্যয় করেন তারা বিশ্বযুদ্ধ মানুষের অভিনন্দন পান এবং যারা শতকরা একশভাগ ব্যয় করেন তাদের জন্য থাকে সারা পৃথিবীর মানুষের উচ্চসিত কৃতগ্নতা বোধ যারা সফল হয় তারা জিজ্ঞাসা করে কতটা বেশি কাজ করতে হবে তারা জানতে চায়না কত কম কাজ করতে হবে তারা জানতে চায় কত ঘন্টা বেশি সময় লাগবে কত সময় নয় শ্রেষ্ঠ গায়কেরা প্রত্যেকদিন অনুশীলন করেন বিজয়ীদের সবাইকে পরাস্ত করে জয়ী হবার জন্য
কপিয়ত দেয়ার কারণ নেই কঠোর এবং দীর্ঘ সময় পরিশ্রমের ফলে সাফল্য এসেছে আমরা যা কিছু বক্তৃতা কারো না কারো কঠিন পরিশ্রমের ফল কিছু কাজ দৃশ্যমান আর কিছু অগোচরে থেকে যায় কিন্তু দুই সমান গুরুত্বপূর্ণ কিছু কিছু ব্যাক্তি নির্দিষ্ট মাইনে পাও নাই চাকরি পেলেই কাজ বন্ধ করে দেয় বেকার সমস্যা যত বেশি হোক ভালো ভাবে কাজ করে এরকম সচরাচর দেখা যায় না অনেক মানুষ অলস সময় এবং অবসর সময় এ দুয়ের মধ্যে পার্থক্য জানেনা অলস সময়ের অর্থ সময়ের অপচয় আর অবসর সময় হল প্রাপ্য সময় বা পরিশ্রম করে উপার্জন করতে হয়।
এটা কঠিন পরিশ্রম ও অনুশীলনের ফলে কাজ হোক না কেন কঠিন পরিশ্রম এবং অনুশীলনী কাজে উৎস কষ্ট আনে যারা অপেক্ষা করে তারা হয়ত কিছু পায় কিন্তু তারা যে টুকু পায় যা পরিশ্রমের পুরস্কার দেয়ার উদ্বৃত্ত থাকে কঠোর পরিশ্রমের শুরু ও সমাপ্তি দুই সার্থক যত কঠিন পরিশ্রম করে ততই ভালো বোধ করে আর যত ভালো বোধ করে ততোই কঠিন কঠিন পরিশ্রমের আগ্রহ হয় সর্বোত্তম চিন্তাগুলি কাজে পরিণত না করলে সেগুলো চিন্তায় থেকে যাবে অনেক মহৎ ইচ্ছাশক্তি কঠোর পরিশ্রমের অভাবে নষ্ট হয়ে যায়।
প্রকৃতি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আর জলের তলায় নীলনদ চালনা করে চলছে কিন্তু উপরে সবসময় মিশ্রন শান্ত তার পরিশ্রম বোঝা যায় না একদিন মহান বেহালার বাজনা শেষ করলেন একজন স্টেজের উপরে এসে বললেন আপনার মত ভাষা শিখতে পারলে আমি জীবন দিয়ে দিতাম আর বললেন হাঁ আমি জীবনি দিয়েছি।
সাফল্য লাভের জন্য কোন জাদুদণ্ড নিয়ে বাস্তব জগতে যারা সফল তারা প্রত্যেকেই পরিশ্রমই যারা শুধু দেখে তাদের নয় যেখানে লাথি মারতে পারেনা আমার যে ঘোড়ার লাথি মারে সিগারেট আনতে পারে না গাড়িটা দরকার লাথি মারায় কঠিন পরিশ্রম ছাড়া কোনো সাফল্য নেই প্রকৃতি পাখিদের খাবার সৃষ্টি করেছে কিন্তু এগুলো তাদের বাসায় পৌঁছে দেয় নি খাবার সংগ্রহের জন্য পাখিদের কঠোর পরিশ্রম করতে হয় কোন কিছু সহজে আসেনা মিল্টন প্রত্যেক দিন ভোর চারটা থেকে উঠতেন প্যারাডাইস লস্ট দেখার জন্য ওয়েব স্টরে অভিধান সংকলন করার জন্য 20 বছর লেগেছিল এমনকি ছোট ছোট কাজ ও কঠোর পরিশ্রম করেছেন হয় এবং ছোট ছোট থেকে অনেক ভালো।
চরিত্র চরিত্র মানুষের মূল্যবোধ বিশ্বাস ও ব্যক্তিত্বের সমন্বয় আমাদের কাজে ও ব্যবহারে চরিত্র প্রতিফলিত হয় সবচেয়ে মূল্যবান রত্ন থেকেও সযত্নে চরিত্রকে রক্ষা করা দরকার জয়ী হতে হলে চরিত্রের পরিচয় অসচেতন বলেছেন আশা করি আমরা এমন ও আছে যারা যারা আমি সবচেয়ে মূল্যবান সম্পদ সৎ মানুষের চরিত্র কে রক্ষা করতে সমর্থ হব।
নির্বাচনকে বাঁচানোর মত নয় দেশের নেতার চরিত্র ইতিহাসের জাতি নির্ধারণ করে সততার ব্যাপারে কোন অস্পষ্টতা না থাকায় ভালো সাফল্যের পথে অনেক বাধা বিপত্তি আছে পথচিত্র সম্ভাবনা রোধ করার জন্য চরিত্রের শক্তি এবং চেষ্টার প্রয়োজন হয় চরিত্র বল সমালোচকদের আক্রমণ নিরুৎসাহ হওয়া থেকে রক্ষা করে।
কেন বেশিরভাগ মানুষ সাফল্য পছন্দ করে কিন্তু সাফল্য মানুষকে ঘৃণা করে যখনই কোন ব্যক্তি গড়পরতা মানুষের উপরে উঠে যাবেন তখন কিছু সবকিছুই লোক তাকে ছিঁড়ে ফেলতে চেষ্টা করবে পাহাড়চূড়ায় যে ব্যক্তি উঠেছেন তিনি অনায়াসে সেখানে পৌঁছে যান নি তাকে কষ্ট সহ্য করে ওপরে চড়তে হয়েছে জীবনেও এর ব্যতিক্রম হয় না আছে কোন পেশায় সফল ব্যক্তি কে অসফল ব্যক্তির নিশ্চিতভাবে ইস না করে করবে সমালোচনা যেন লক্ষ্যে পৌঁছার অনন্য চিত্র তাকে খুন না করে গড়পরতা মান সমালোচনা এড়িয়ে চলতে চান কিছু না করলে সমালোচনা ও সুযোগ থাকে না যত বেশি সমালোচিত হওয়ার ঝুঁকি বাড়বে মনে হয় সাফল্য ও সমালোচনার মধ্যে একটি জোকস আছে স্বপ্ন যত বেশি সমালোচনা কত বেশি।
আরেক জাতের মানুষ আছেন যারা যতক্ষণ না পর্যন্ত অন্যের স্বনির্ভর হচ্ছেন ততক্ষন পর্যন্ত সাহায্য করতে প্রস্তুত কিন্তু শনিবার হওয়া মাত্রই সাহায্যকারীরা তাদের জীবন অতিষ্ঠ করে দেন এটাই সংসারের নিয়ম এবং জীবনের সাফল্য লাভ করতে হলে এই সমস্ত ক্ষুদ্র মনের মানুষদের কাজ করতে হবে এইরকম ব্যবহারই সকল চরিত্র কতগুলো গুণ এর সমন্বয়ে চরিত্র সততা স্বার্থপরতা সংবেদনশীলতা আনুগত্য এবং শ্রদ্ধা সমন্বয় মধুর ব্যক্তিত্ব কিরূপ হয় এরা কি একটি বিশেষ শ্রেণীভূক্ত।
এরা জয়ের অধৈর্য পণ্য ব্যবহার করেন পরাজয়কে বোধশক্তি কে বিসর্জন দেয়না সাফল্য অর্জন থেকে কিভাবে সফল হওয়ার পর সাফল্যকে ব্যবহার করতে হবে সেটা অধিকতর কঠিন বিষয় অনেকে কিভাবে সফল হতে হয় তার জানেন কিন্তু জানেননা সফল হওয়ার পর তারা সাফল্যকে কিভাবে ব্যবহার করবেন সাফল্য অর্জনের ক্ষমতা এবং সাফল্য ব্যক্তির চরিত্র একে অপরের পরিপূরক যোগ্যতা সাফল্য এনে দিবে চরিত্রে সাফল্য বজায় রাখতে সাহায্য করবে।
আমরা নিজেদের প্রকাশ বা আবিষ্কার করি না আমরা নিজেরাই যা হতে চাই সেভাবে পরিকল্পনা করিও গড়ে তুলি চরিত্র গঠন শৈশব থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত চলে সফলতা চরিত্রের উপাদান নয় বাস্তব চরিত্র সফলতা একজন মানুষ যেমন বাগানকে আগাছামুক্ত রাখতে সর্বদায় বাগানের আগাছা পরিষ্কার করে তেমনি আমাদের চরিত্র গঠন এবং উন্নতি করতে সব সময় আগাছাকে নির্মূল করা প্রয়োজন।
প্রতিকুলতা চরিত্র গঠন করে ও চরিত্রের গুণাবলী প্রকাশ করে প্রকৃত প্রতিকূল অবস্থার মধ্যে কোন কোন ব্যক্তি সর্বোত্তম সাফল্যের সীমা অতিক্রম করে আবার কেউ কেউ মানসিক দিক দিয়ে ভেঙে পড়ে না মার্জনা করলে কোন বস্তুকে উত্তল করা যাবেনা আগুন পরিবেশিত না করলে শরবত পাওয়া যায় না সেভাবে প্রতিকুলতা মানুষের সাহায্য কে প্রকাশ করে এবং নিজের কাছে নিজেকে পরিচিত করা যায় তার সাথে একটা কথা আছে হাতুড়ি কাস্তে হাতুড়ির দরকার এই কথাটির মধ্যে অনেক সত্যতা আছে আমরা কাজ নাই কিন্তু একই থাকে কার্বন ইস্পাত এর মান নির্ণয় করে তেমনি চরিত্র মানুষের মান নির্ণয় করে।
৬ইতিবাচক বিশ্বাসঃ
ইতিবাচক চিন্তা ও ইতিবাচক বিশ্বাস এর মধ্যে পার্থক্য কোথায় আপনার নিজেরা চিন্তাভাবনার যদি নিজেই শুনতে পেতেন তাহলে কি বুঝতে পারতেন তা ইতিবাচক বা নেতিবাচক চিন্তা আপনি আপনার মনকে সাফল্য অথবা ও সাফল্যের জন্য প্রস্তুত করছেন আপনার এই চিন্তায় আপনার কাজের উপর প্রভাব বিস্তার করেপ্রত্যেক সকালে আমরা একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করি কিংবা কর্মপ্রেরণা উদ্বৃত্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে থাকি সর্ব ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে জীবন যাপন করা সহজ হয় সেইরকম আবার সর্বক্ষণ নেতিবাচক জীবনযাপন সহজ নয় যদি বেছে নিতে দেয়া হয় তবে আমি ইতিবাচক জীবনকে গ্রহণ করব ইতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তা থেকে ভালো এবং এই চিন্তা আমাদের সামর্থ্যকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে সাহায্য করে ইতিবাচক বিশ্বাস ইতিবাচক চিন্তা থেকে অনেক ব্যাপক ভাবনাগুলিকে কার্যকর করা সম্ভব এই বিশ্বাসে আমরা কি বল।
ইতিবাচক বিশ্বাস ইতিবাচক চিন্তা থেকেও অনেক ব্যাপক ভাবনাগুলোকে কার্যকর করা সম্ভব এই বিশ্বাস যখন জন্মায় তাকে বলে ইতিবাচক বিশ্বাস কাজটি সম্পন্ন করার জন্য আত্মবিশ্বাস জন্য হবে এটি ইতিবাচক বিশ্বাস প্রস্তুতি না নিয়ে ভাবা যায় যে কার্য সিদ্ধ হবে তবে তা হবে স্বপ্নের মতো নিচের মত একটি উদাহরণ
লকেট সংস্থা ইতিবাচক বিশ্বাসের কারণ আছে কি কয়েক বছর আগের লকহেড এন টেন এলিয়েন ফোর্স নামে একটি বিমান তৈরি করেছিল এই বিমানটি নিরাপত্তা নিশ্চিত করা এবং শক্তি পরিমাপের জন্য কোম্পানি 18 মাস ধরে কঠোর ভাবে পরীক্ষা করলো এ পরীক্ষা খরচ হলো 1.5 বিলিয়ন ডলার বিমানটি হাইড্রোলিক জ্যাক ইলেকট্রনিক্স এবং কম্পিউটারে 30 হাজারের বেশি রান করেছিল সত্যিকারে প্রায় 100 বছর এতগুলো যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি অবশেষে আরো অনেক পরীক্ষার পর বিমানটিকে উড়ানোর জন্য অনুমোদন দেয়া হয় এখন বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে বিমানটি নিরাপদে আকাশে উড়তে পারবে কারণ বিমানটি সাফল্যের সঙ্গে উড়ানো জন্য সকল প্রকার প্রস্তুতি করা হয়েছে।
0 Comments