পরাজয়কে মেনে নিলে তুমি পরাজিত।
মনে যদি তোমার সাহস না থাকে,
তবে জেতার আশা করোনা।
যদি মনে দ্বিধা থাকে তুমি পারবে কিনা,
তাহলে মনে রেখো তুমি হেরে গেছো।
হার ভাবলে, হার তোমারই হবে।
কারণ সাফল্য থাকে মনের ইচ্ছা শক্তিতে,
মনের কাঠামোতে।
যদি ভাবো অন্যদের তুলনায় তোমার কাজের মান নিচু,
তাহলে তুমি নিচেই থাকবে ।
যদি তুমি উপরে উঠতে চাও,
তাহলে নিজের মনে সংশয় রেখোনা।
কারণ সংশয় থাকলে প্রত্যাশা পূরণ হয়না।
জীবন যুদ্ধে সব সময় বলবান ও দ্রুতগামী জিতে না
যে আত্মবিশ্বাসে অটল সে আজ হোক কাল হোক জিতবেই।
0 Comments