সব বড় সাফল্যের কাহিনীর পিছনে আছে বড় ব্যর্থতার কাহিনী ব্যর্থতা সাফল্যের শিখরে পৌঁছানোর পথ। সিনিয়র টম ওয়াটসনের কথায় যদি সফল হতে চাও তবে ব্যর্থ হও দ্বিগুণ বার। ইতিহাস পড়লে দেখা যায় যে সমস্ত ব্যক্তিরা সফল হয়েছে প্রত্যেকেই একাধিকবার ব্যর্থ হয়েছিলেন।
কিন্তু সফলতা লাভের পর ব্যর্থতা মানুষের নজরে পড়ে না সবাই সফলতার দিকে দেখে মনে করে লোকটি ভাগ্যবান ঠিক সময়ে ঠিক জায়গায় ছিল বলেই সফল হয়েছে।
এই প্রসঙ্গে আব্রাহাম লিংকনের কথা উল্লেখ করা যায় তিনি ২১ বছর বয়সে ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়। ২২ বছর বয়সে আইন সভার নির্বাচনে পরাস্ত হন। আবার ২৪ বছর বয়সে ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়। ২৬ বছর বয়সে তার প্রিয়তমা মারা যায়।
কংগ্রেস নির্বাচনে হারলেন ৩৪ বছর বয়সে ৪৫ বছর বয়সে হারলেন সাধারণ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হওয়ার চেষ্টায় ব্যর্থ হলেন ৪৭ বছর বয়সে।
সিনেট নির্বাচনে আবারও হারলেন ৪৯ বছর বয়সে। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ৫২ বছর বয়সে।
এই ব্যক্তিটি শেষমেষ ৫২ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এখন এ ব্যক্তিকে আপনি কি ব্যর্থ বলবেন নাকি বলবেন সফল।তিনি রাজনীতির পথ ছেড়ে দিতে পারতেন কিন্তু লিংকনের নিকট পরাজয় মানেই সমাপ্তি নয় যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র।
0 Comments