আমরা যদি ব্রেক চেপে ধরে গাড়ি চালায় তবে কি রকম হবে? গাড়ি কখনোই পূর্ণ গতিতে চলবে না কারণ ব্রেক বাধা দেবে ফলে গাড়ি অতিরিক্ত গরম হবে ও ইঞ্জিল খারাপ হয়ে যাবে।
যদি একেবারে খারাপ না হয় ইঞ্জিলের অনেক সমস্যা দেখা দেবে। এখানে দুইটি বিকল্প আছে এক হয় এক্সেলেটর জোরে চেপে দিন এবং গাড়িটি অচল হয়ে যাবার ঝুঁকি নিন অথবা ব্রেকের উপর থেকে চাপ তুলে নিন এবং গাড়িকে দ্রুত ছুটতে দিন।
জীবনের ক্ষেত্রেও ঠিক একই রকম আমরা আবেগ দিয়ে জীবনের গতি মন্থর করতে চাই। ফলে অনেক সময় ভাবাবেগ আমাদের সাফল্য লাভের পথে বাধা হয়ে দাঁড়ায়।
এই ভাবাবেগকে সংযত রাখার জন্য আমাদের উচিত একটি ইতিবাচক মনোভাব উচ্চপর্যায়ে আত্মসম্মানবোধ তৈরি করা এবং দায়িত্ব গ্রহণের ক্ষমতা কে উন্নত করা।
0 Comments