ভারতে বানর শিকারি একটা গোল ছিদ্রযুক্ত বক্স ব্যবহার করেন বানর শিকারের জন্য। ওই জায়গাটি দিয়ে বানর একটি হাত অনায়াসে ঢুকে যায়। ভিতরে কিছু বাদাম রেখে দেয় বানর বাদাম নিয়ে হাত বন্ধ করলে হাতের মুঠোয় হয়ে যায় বড় এবং যে ফাঁক দিয়ে হাতটা ঢুকিয়ে ছিল সে ফাঁক দিয়ে হাত বের করতে পারেনা।বানর অবশ্য বাদামগুলো ফেলে দিয়ে হাত বের করে নিতে পারে কিংবা বাদামগুলো হাতে রেখে ধরা পড়তে পারে আন্দাজ করুন তো বানর কি করবে?বাদামগুলো ফেলে দিয়ে হাত বের করে নিয়েবে নাকি?কিন্তু প্রায় দেখা যায় বানর সবসময়ই বাদামগুলো ধরে রাখে ফলে মানুষের হাতে ধরা পড়ে যায়।
অনেক সময় বানরের সঙ্গে মানুষের তফাৎ থাকে না। আমরা ঐ কয়েকটা বাদামের লোভ ছাড়তে চায় না বলে জীবনের পথে এগিয়ে যেতে পারি না। এই অক্ষমতাকে যুক্তিসঙ্গত করে তুলতে চেষ্টা করি আমি কাজটা করতে পারছিনা কারন যুক্তি হচ্ছে ওই বাদাম, বাদাম আঁকড়ে আছি বলে আমি সামনের পথে এগোতে পারছি না সফল ব্যক্তিরা সবকিছু যুক্তিগ্রাহ্য করে তুলতে চান না। দুটি জিনিস মানুষের সাফল্য নির্ধারণ করে একটি হলো যুক্তি দ্বিতীয়টি হলো কাজের ফলাফল চুক্তি গণনা করা যায় না, এই ফলাফল গণনা করা যায়। ব্যর্থ হওয়ার জন্য উপদেশ মেনে চলা যথেষ্ট কিন্তু চিন্তা করবেন না প্রশ্ন করবেননা কিছু শুনবেন না শুধু যা করছেন তা যুক্তিগ্রাহ্য কিনা সেটা ব্যাখ্যা করুন।
0 Comments