দেশজুড়ে
সীমিত পরিসরে লকডাউন চলছে। গণপরিবহন বন্ধ রেখে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। আর এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ফরিদপুরের কর্মস্থলে ছুটে যাওয়া মানুষ।
[৩] মঙ্গলবার (২৯ জুন) সকালে ফরিদপুরে আফিসগামী মানুষের ভোগান্তির এ চিত্র দেখা যায়। এদিন রাস্তায় যানবাহনের জন্য অফিসগামী যাত্রীদের ভিড় করতে দেখা যায়। কিন্তু কোনো ধরনের গণপরিবহন না থাকায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তাই বাধ্য হয়েই অনেকে বেশি ভাড়ায় রিকশা, ভ্যান, ভাড়ায় বাইক বা পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
[৪] দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যবাহী যান চলাচল করছে ফরিদপুরে। সকালে বাসা থেকে বেরিয়ে গন্তব্যে পৌঁছাতে অনেকে বাধ্য হয়ে এসব যানবাহনেও উঠেছেন।
[৫] অফিসগামী মিরান মিয়া বলেন, সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। জেলাগুলোতে বাস চলাচল বন্ধ রয়েছে। এ কারণে অনেকে পণ্যবাহী ট্রাক ও পিকআপে উঠছেন।
0 Comments