তোমাদের অনুপস্তিতি


    তোমাদের অনুপস্তিতি

             মোঃআজিম


ফরিদপুরে  আসলাম বেশ কদিন হলো,

নিজ চোখে দেখা শত শত দোকানের 

সাটার এখনও বন্ধ রইল।


হয়তো আজ, নয়তো কাল, নয়তো পরশু দিন

সাটারের তালায় জং পরেছে

খুলবে না কোন দিন।



কত নিকুঞ্জ, কত চিরকুট,কত স্বপ্ননীড়

নিজ নিজ জায়গায় সবই আছে, নাই মানুষের ভীর।


মধুখালি,বোয়ালমারী, আলফাডাঙ্গা 

সব কিছু স্থীর 

দেখিনা তো মানুষের আনাগোনা।


অফিস যাত্রাকালে ছিলো 

লাক্ষো শিক্ষার্থীর ভীর, 

নামি দামি স্কুল কলেজ

আজ সব কিছু স্থীর।


বিকাল হলেই ঝালমুড়ি আর

ফুচকার দোকানে,

শিশু বৃদ্ধরা ভীর জমাতো রুচির সন্ধানে।


ইনশাআল্লাহ খুব শ্রীঘই

আসবে সুদিন ঘিরে,

লাগুক না জ্যাম তবুও

চাই স্বাভাবিক শহর ফিরে।

Post a Comment

0 Comments