টানা দুই মাস পর করোনায় ঢাকায় ফের দৈনিক মৃত্যু ৩৮ জনের। এর আগে গত ৩ মে ঢাকায় ৩৮ জন মারা যায়। এরপর থেকে প্রতিদিন ঢাকায় মৃত্যুর সংখ্যা এর কম ছিল। যদিও গত কয়েক দিন টানা দেশের মধ্যে সর্বোচ্চ মৃত্যু খুলনায়। গতকালও ছিল একই চিত্র। গতকাল ঢাকায় ৩৮ জন আর খুলনায় ৩৯ জনের মৃত্যু প্রায় একই রেখায়।
এদিকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাবে দেশে করোনায় মারা গেছে ১৩৪ জন। এই সময়ে নতুন শনাক্ত হয়েছে ছয় হাজার ২১৪ জন। সুস্থ হয়েছে তিন হাজার ৭৭৭ জন। সব মিলিয়ে এই পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন। এরই মধ্যে মারা গেছে ১৪ হাজার ৯১২ জন, সুস্থ হয়েছে আট লাখ ২৯ হাজার ১৯৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে ৪৬.৩৪ শতাংশ, শনাক্ত বেড়েছে ৫১.২৯ শতাংশ। এ ক্ষেত্রে ২০ থেকে ২৬ জুন পর্যন্ত সাত দিনে মারা যায় ৫৮৭ জন, শনাক্ত হয় ৩৫ হাজার ১১১ জন। আর ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত মারা যায় ৮৫৯ জন, শনাক্ত হয় ৫৩ হাজার ১১৮ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৪ জনের মধ্যে ৮৪ জন পুরুষ, ৫০ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে চারজন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১০৭ জন, বেসরকারি হাসপাতালে ২০ জন এবং বাসায় সাতজন মারা যায়।
0 Comments