মন্ত্রিপরিষদ থেকে ৩০/০৬/২০২১ ইং তারিখ এর স্মারক নম্বর ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.২০৩ প্রঙ্গাপন জারির পর থেকেই সারাদেশের পুলিশ টহল এবং প্রতিটি জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ের প্রতিটি হাট বাজারে নজরদারি, টহল এবং লকডাউন সম্পের্কে মাইকিং করে।
তারই ধারাবাহিকতাই ফরিদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আলিমুজ্জামান বিপিএম এর নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ ফরিদপুর তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য প্রতিটি উপজেলাতে পুলিশ টহল এবং বিভিন্ন জনসচেতনতামূলক মাইকিং করেন, এবং পুলিশের পক্ষ্য থেকে জনসাধারনকে লকডাউনের কঠোরতা সম্পর্কে বোঝানো হয়।
ফরিদপুর জেলা পুলিশ ফরিদপুরে থাকা ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা, নগরকান্দা, সালথা, মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা মোট নয়টি উপজেলাতে তাদের টহল এবং সচেতনতামূলক কাজ অব্যাহত রাখে।
ফরিদপুর সদর এবং ফরিদপুর পৌরষভার মধ্যে পুলিশের দায়িত্বটা অন্যান্য উপজেলা থেকে তুলনামুলক অনেক বিশি, কেননা এখানে বাকি আটটি উপজেলার মানুষ আসে তাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য, তাছারা ফরিদপুর পৌরষভা একটি ব্যাস্ততম শহর, যেখানে জনসংখ্যা তুলনামুলক অনেক বেশি, তাই এখানে রিজার্ভ অফিস থেকে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
ফরিদপুরের প্রতিটি উপজেলার সীমানা প্রান্তেই পুলিশের টহোল টিম রয়েছে, যার পরিপেক্ষীতে এক উপজেলার লোকজন এবং যানবাহন অযথা অন্য উপজেলাতে যেতে পারেনা, তবে অতি জরুরি সেবায় নিয়োজীত প্রতিটি পরিবহন পুলিশ ছেরে দিচ্ছে, জেলার মধ্যে অবস্থিত প্রতিটি হাট বাজারেই পুলিশের টহলটিম উপস্থিত হয়ে জনগনকে স্বাথ্যবিধি মানতে বাধ্য করছে, সেসাথে অযথা কেউ যাতে ঘরের আইরে না বের হয় সে বিষয়েও কঠোর হস্তক্ষেপ নিচ্ছেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায় পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পুলিশের চলমান কর্মসূচি অব্যহত থাকবে।
0 Comments